সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

সিলেটের ব্র্যান্ড শপে তারুণ্যের ভিড়

টানা হরতাল আর বৃষ্টির ধকল কাটিয়ে সিলেটে জমে উঠছে ঈদের বাজার। দশ রমজানের পর থেকেই জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন পছন্দের দোকানগুলোতে। ক্রেতাদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি। পছন্দের পোশাক কিনতে তারা ভিড় করছেন ফ্যাশন হাউস আর ব্র্যান্ডশপগুলোতে। সিলেট নগরীর কয়েকটি অভিজাত ফ্যাশন হাউসের বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এবার তরুণীদের বেশিরভাগের চাহিদা লং ড্রেস। ভারতীয়, পাকিস্তানি ও দেশীয় লং ড্রেস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা।বিক্রেতারা জানান, অন্যান্য বার চটকদার নামের কাপড়ে বাজার সয়লাব ছিল। ক্রেতারাও এসব বাহারি নামের পেছনে ছুটেছেন। তবে এবার কাপড়ের মান ও ডিজাইনকে বেশি প্রাধান্য দিচ্ছে তরুণ ক্রেতারা। তাই তারা ছুটছেন অভিজাত ফ্যাশন হাউস ও ব্র্যান্ডশপগুলোতে। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, টানা হরতালের কারণে রমজানের শুরুর দিকে ব্যবসায় চরম মন্দা দেখা দিয়েছিল। দিনে হরতালের পর রাত হলেই নামত বৃষ্টি। ফলে বিপাকে পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে গত দুই-তিন দিনে রাজনৈতিক স্থিতিশীলতা আর প্রকৃতির বদান্যতায় জমে উঠেছে ঈদের বাজার। নগরীর নয়াসড়ক এলাকা ফ্যাশন হাউসপাড়া হিসেবেই পরিচিত। গতকাল নয়াসড়কে গিয়ে দেখা যায় এখানকার আড়ং, মাহা, মনোরম, কাশিস, কমলাভাণ্ডার, শী, রমণী, পাপাই, পিণণসহ সব ফ্যাশন হাউস ও অভিজাত দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ফ্যাশন হাউসগুলো ঘুরে ঘুরে নিজেদের পছন্দের কাপড় কিনে নিচ্ছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে দেশে আসা প্রবাসীরাও শুরু করেছেন কেনাকাটা।

সর্বশেষ খবর