সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
ঈদ বাজার

হকার্সে বিকিকিনি তুঙ্গে

হকার্সে বিকিকিনি তুঙ্গে

পুরোদমে বিকিকিনি শুরু হয়েছে নিম্নবিত্তদের মার্কেট হিসেবে পরিচিত চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে। নগরীর অন্যান্য মার্কেটের তুলনায় দাম কম হওয়ায় নিম্নবিত্তদের পাশাপাশি মধ্য ও উচ্চবিত্তরাও ঈদের পোশাক কিনতে ভিড় করছে হকার্সে। নগরবাসী ছাড়াও চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ঈদের কেনাকাটা করতে ভিড় জমাচ্ছে লোকজন। বিভিন্ন উপজেলার পাইকাররাও রেডিমেড কাপড় কিনতে ছুটে আসছেন এ মার্কেটে।

জহুর হকার্স মার্কেট সমিতির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, হকার্স মার্কেটে এখন পুরোদমে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। খুচরা ক্রেতা ছাড়াও খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কঙ্বাজারের খুচরা বিক্রেতারা পাইকারি কেনাকাটা করেন এখান থেকে। এ মার্কেটের কেনাকাটা করতে আসা আজাদ হোসেন খুররম বলেন, 'চট্টগ্রামের অন্যান্য মার্কেটের তুলনায় এখানে কম দামে ভালো পোশাক পাওয়া যায়। তাই প্রতি ঈদে হকার্স থেকে কেনাকাটা করি।' সরেজমিন পরিদর্শনে দেখা যায়, জহুর হকার্স মার্কেটে হাজারের মতো দোকানের প্রতিটিতেই রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ১৫ রোজার পর থেকে প্রতিদিন সকাল থেকে লোকজন ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসা শুরু করে। ঈদের কেনাকাটা শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নেই। থানকাপড়, বেডশিট, চাদর ও বালিশের কভার, টুপিসহ আনুষঙ্গিক আরও অনেক জিনিস কেনাকাটায় মেতেছেন ক্রেতা-বিক্রেতারা। ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট, বেল্ট, লুঙ্গি, টুপি, সুগন্ধি থেকে শুরু করে মেয়েদের শাড়ি, থ্রি-পিস, টু-পিস, সিঙ্গেল কামিজ, রেডিমেড কামিজ, টপস, টাইটস, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, বাচ্চাদের পাঞ্জাবি, থ্রি-পিস, ফ্রক, স্কার্ট, প্যান্ট, গেঞ্জি, নারী-পুরুষের বিভিন্ন ধরনের ইনার, বড়-ছোট সবার জুতা, স্যান্ডেল, চশমা_ কী নেই হকার্সে। ক্রেতারা নানান রংয়ের পোশাকের পাশাপাশি কিনছেন শিশুর পোশাক, কসমেটিকস ও জুতা-স্যান্ডেল। কিনছেন সামর্থ্যের সঙ্গে মিলিয়ে ঈদের কাপড় ও অন্যান্য জিনিসপত্র। ঈদ উপলক্ষে নিত্যনতুন ডিজাইনের পোশাক দিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। ছোট ছোট খুপরি দোকান কাপড়ে ঠাসা। গাদা গাদা কাপড় থেকে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাকটি। দেশি গার্মেন্টসের কাপড়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশি কাপড়ও। শিশুদের পোশাক বিক্রয় প্রতিষ্ঠান কিডস ফ্যাশনের নাজিম উদ্দিন বলেন, বাচ্চাদের পোশাক ভালোই বিক্রি হচ্ছে। বেশির ভাগ পোশাক ঢাকা থেকে আনা। মেয়ে শিশুদের কাছে দিলি্ল সিঙ্টিন নামের পোশাকটির চাহিদা বেশি। এ ছাড়া ফ্রক, স্কার্ট, টপস, থ্রি-পিস তো আছেই।

 

 

সর্বশেষ খবর