শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

মামলা না নেওয়ায় মহাসড়ক অবরোধ

ডাকাতির ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজি অটোরিক্সা র চালকরা গতকাল বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধকালে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবীবুর রহমানের গাড়িসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। তাৎক্ষণিক বিশিষ্ট সাংবাদিক পীর হাবীবুর রহমান হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে উত্তেজিত শ্রমিকদের মামলা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে বেলা ২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে চাপাতি, কসটেপ ও গামছাসহ সিএনজিচালিত অটোরিক্সাসহ ডাকাত সন্দেহে ৪ জনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় শ্রমিকরা। আটককৃতরা হল- লুৎফুর রহমান (১৮), রফিকুল ইসলাম (২০), সোহেল মিয়া (২২), মো. রাজিব (১৯)। এরা সবাই নরসিংদীর মনোহরদী উপজেলার কালিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। এদের বিরুদ্ধে পুলিশ মামলা নিতে টালবাহানা করলে উত্তেজিত শ্রমিকরা গতকাল ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ সূত্র জানায়, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক স্থানীয় সিএনজি অটোরিক্সা শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে বসে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ও এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতি মামলা রুজু করা হয়।

 

 

সর্বশেষ খবর