বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

নিজামীর পক্ষে জবানবন্দি শেষ

নিজামীর পক্ষে জবানবন্দি শেষ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে চতুর্থ ও সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ছেলে ব্যারিস্টার মো. নাজিবুর রহমান (নাজিব মোমেন)। গতকাল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষী জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে সাক্ষীকে জেরা করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। জেরার কার্যক্রম অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২৪ অক্টোবর ট্রাইব্যুনালে নিজামীর ছেলে জবানবন্দি প্রদান শুরু করেন। এদিকে নিজামীর পক্ষে করা দুটি আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। আবেদন দুটি হলো- নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষী শামসুল হক নান্নুকে পুনরায় জেরা এবং ইউটিউবে প্রকাশিত ও সংবাদ সম্মেলনে নান্নুর বক্তব্য যাচাইকারী সংস্থা ইন্টারন্যাশনাল ভ্যারিফিকেশন সার্ভিসের প্রধান তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন জন পি স্লেটারকে সাক্ষী হিসেবে সমন জারির আবেদন। আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম জানান, চেম্বারে বসে ট্রাইব্যুনাল এ আবেদন দুটি খারিজ করেছেন।

 

 

সর্বশেষ খবর