বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

স্থায়ী পে-কমিশন ১৫ নভেম্বরের মধ্যে : অর্থমন্ত্রী

১৫ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে-কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। একই সঙ্গে বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলোও চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে 'পে অ্যান্ড সার্ভিসেস কমিশন' নামে আলাদা একটি কমিশন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জাতীয় নির্বাচন ও নির্দলীয় সরকার প্রসঙ্গেও কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য ৪৫ দিন সময় লাগবে বলে নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। আমি এর সঙ্গে আরও ৫ দিন যোগ করে ৫০ দিন ধরে বলি, ওই সময়ে সরকারের কার্যকর ক্ষমতা কমে যাবে। আগামী বছরের জানুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সচিবালয়ের নিজ দফতরে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী জানান, স্থায়ী পে-কমিশনের চেয়ারম্যানই পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের প্রধান হবেন। এ কমিশনের মেয়াদ হবে ছয় মাস। প্রয়োজনে পরে এর মেয়াদ বাড়ানো যাবে। এ কমিশন বেতন বৈষম্যের বিষয়গুলো খতিয়ে দেখবে এবং সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র পে-স্কেলও ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এর আগে ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা দেন। পর দিন এর গেজেট জারি করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই মহার্ঘ্য ভাতা চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে-কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়।

সর্বশেষ খবর