বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী তীরে র্যারের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু মুর্তজা বাহিনীর প্রধান মুর্তজা হোসেন রানা ও তার সেকেন্ড ইন কমান্ড মোশারফ হোসেন নিহত হয়েছে। সকালে ৪৫ মিনিটের বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে র‌্যাব তল্লাশি চালিয়ে বনদস্যুদের আস্তানা থেকে দেশি বিদেশি ১৫টি আগ্নেয়াস্ত্র, ৩৯ রাউন্ড গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর তীরে র‌্যাবের একটি দল টহল দেবার সময় সুন্দরবনের গহীন অরণ্যে এন্টিনা দেখতে পেয়ে সেদিকে যেতে থাকে। এ সময় বনদস্যুরা র‌্যাব সদ্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। আত্দরক্ষার্থে র্যাবও পাল্টাগুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের পর র‌্যাব সদস্য বনের মধ্যে গুলিবিদ্ধ মৃত অবস্থায় বনদস্যু মুর্তজা বাহিনীর প্রধান মুর্তজা (৩৫) ও তার সেকেন্ড ইন কমান্ড মোশারফ হোসেনকে (৩৬) দেখতে পায়। বন্দুকযুদ্ধের সময়ে উভয়ের মধ্যে প্রায় ৩৫০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলে র‌্যাব জানায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় বনের ভেতরে তল্লাশি চালিয়ে- ৭টি এলজি, ২টি দুনলা বন্দুক, ২টি এক নলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ২টি পয়েন্ট থ্রি নট থ্রি রাইফেল, একটি পয়েন্ট টু টু রোর রাইফেল, বিভিন্ন প্রকার ৩৯ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড গুলির খোসাসহ দস্যুদের ব্যবহৃত বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পরে জেলেরা নিহত দুই বনদস্যুকে মুর্তজা ও মোশারেফ বলে শনাক্ত করে। মুর্তজা মংলা উপজেলার জয়মনি এলাকার শেখ হাবিবুর রহমানের ছেলে ও মোশারেফ একই গ্রামের আবদুল মালেক শেখের ছেলে। উদ্ধারকৃত মালামাল ও নিহতদের লাশ মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব-৮ এর কর্মকর্তা।

 

 

সর্বশেষ খবর