বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

পিলখানা হত্যা মামলার রায় ৫ নভেম্বর

পিলখানায় বিডিআর হত্যা মামলার রায়ের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ৫ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতারুজ্জামান রায় ঘোষণার এই নতুন তারিখ ধার্য করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও আসামি পক্ষের আইনজীবী শামিম সর্দার এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

গতকাল এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। সংশ্লিষ্ট আইনজীবী, পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, রায় লেখার কাজ শেষ না হওয়া, রাজনৈতিক পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক আসামিকে আনা-নেওয়া এবং তাদের নিরাপত্তার বিষয় নিয়ে সংশয় দেখা দেওয়ায় রায় ঘোষণা করা হয়নি। এদিকে সকালে আসামিপক্ষ এ মামলাটি রায়ের পর্যায় থেকে উত্তোলন করে ফের যুক্তিতর্ক পর্যায়ে আনার জন্য আদালতে আবেদন করেছেন। ৫ নভেম্বর এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেন আদালত। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে এই বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ সামরিক ও বেসামরিক লোক নিহত হন।

সর্বশেষ খবর