বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
ওলামা সমাবেশে বক্তারা

জামায়াত হেফাজত ক্ষমতায় এলে পরিস্থিতি হবে ভয়াবহ

বাংলাদেশ-ভারত সীমান্তের ফুলবাড়ীতে এক সেমিনারে ওলামারা বলেছেন, জামায়াত-হেফাজত ক্ষমতায় এলে পরিস্থিতি হবে ভয়াবহ। তাই তাদের জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সামজিকভাবে কাজ করা উচিত। ইমাম, ধর্মপ্রচারক ও কওমি মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে সম্প্রতি ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন রায়গঞ্জের মাওলানা মুহাম্মদ আবদুল মালিক, বন্ধুনগর জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রাজা নূর, নেপানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রাজা নূর, নেপানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ। আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল, পৃথক অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের প্রতিবেশী সীমান্ত এলাকায় নারীশিক্ষা বন্ধে মৌলবাদীদের অপতৎপরতা এবং কী প্রভাব পড়তে পারে যদি সামনের বছরগুলোতে মৌলবাদীরা ক্ষমতায় আসে। বক্তারা নারীশিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাঙালি সমাজ-কাঠামো ধ্বংস এবং ইসলাম সমর্থন করে না এমন ধুয়া তুলে নারীর সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয় এ ধরনের বিবৃতি কারোই দেওয়া উচিত নয়। সবশেষে বক্তারা প্রথমবারের মতো মাদ্রাসায় নারী-শিক্ষক নিয়োগে একমত হন। তাদের এ ধরনের সুচিন্তিত সিদ্ধান্তকে স্বাগত জানান প্রতিবেশী অঞ্চল থেকে অংশ নেওয়া পাঁচ হাজারের বেশি দর্শক। বাংলাদেশের আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে আয়োজকরা তাদের মতামত তুলে ধরে বলেন, যদি জামায়াত বা হেফাজতের মতো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসে, তাহলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। সামাজিকভাবে তাদের জঙ্গিবাদের উত্থান বন্ধে সীমান্তজুড়ে অ্যাকটিভ কমিটি গঠন করা জরুরি। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর