বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ

নুর মোহাম্মদ ও টিটুর পাশে প্রধানমন্ত্রী

'সেই বাড়ি-দোকানে ফের বিএনপি সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর' শিরোনামে মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের হতদরিদ্র মুদি দোকানি নুর মোহাম্মদ ও সাবেক ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন টিটুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দ্রুত তাদের সব ক্ষতিপূরণের আর্থিক সহায়তা প্রদান করবেন। গতকাল বিকালে এ বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে পড়েছেন প্রধানমন্ত্রী। এতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এতিম কন্যা শেখ হাসিনাকে জমি দান করে গফরগাঁওয়ের মরহুম রিকশাচালক হাসমত আলী বিরল ভালোবাসার খ্যাতি অর্জন করেছিলেন। অন্যদিকে নৌকাপ্রেমিক নুর মোহাম্মদ ও টিটুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে গফরগাঁও থানায় হাটুরিয়া গ্রামের কাজী জিন্নাহ বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা করেছেন। ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল বিকালে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি মামলার তদন্ত কর্মকর্তাকে দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

সর্বশেষ খবর