বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজির পাশে গতকাল সন্ধ্যায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও ৫০ জন যাত্রী আহত হন। আহতদের উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় ঢাকা-অরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাল সিএনজির পাশে এসবি লিংক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা ঢাকাগামী জনসেবা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দেলোয়ারা বেগম (৫০), আবদুল মজিদ (৩০), মজনু মিয়া (২৭), মুতাজ উদ্দিন (৩৪), কুরবান আলী, আসলাম, সাদেক আলীসহ নয়জন মারা যান। আহত হন ৫০ জন। এসবি লিংক বাসের হেলপার আলমগীর জানান, চালক মোবাইলে কথা বলছিলেন। একটি গাড়িকে ওভারটেকিং করার সময় আমাদের বাসের সঙ্গে জনসেবা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। 
ধামরাই সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. শর্মিষ্ঠা জানান, আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ নয়জন নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

সর্বশেষ খবর