সোমবার, ৪ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিরল সূর্যগ্রহণ

বিরল সূর্যগ্রহণ

বিশ্ববাসী বিরল সূর্যগ্রহণ উপভোগ করেছে গতকাল। দক্ষিণ আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে দেখা গেছে এই বিরল পূর্ণ সূর্যগ্রহণ। সচরাচর এ ধরনের সূর্যগ্রহণ দেখা যায় না। এ বছর এটি দ্বিতীয় সূর্যগ্রহণ। একে বার্ষিক সূর্যগ্রহণও বলা হচ্ছে। বাংলাদেশ সময় গতকাল বিকাল ৪টা ৪ মিনিট ২৪ সেকেন্ডে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে রাত ৯টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হয়। আর কেন্দ্রীয় গ্রহণ বিকাল ৫টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে শেষ হয়। নাসার বিজ্ঞানীরা জানান, লাইবেরিয়ার গ্রিনভিল শহর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরে এই গ্রহণ ঘটে। আফ্রিকার গ্যাবন থেকে বাংলাদেশ সময় ৭টা ৫০ মিনিটে সবচেয়ে ভালোভাবে এ সূর্যগ্রহণ দেখা যায়। বিবিসি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর