বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

আতঙ্ক কাটেনি বৃদ্ধা আম্বিয়ার

আতঙ্ক কাটেনি বৃদ্ধা আম্বিয়ার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পখুরিয়া গ্রামের আম্বিয়া খাতুনের বয়স ৮৫ পার হয়েছে। তার ছেলে কৃষক মোফাজ্জল হোসেন। ২০০১ সালে নৌকা মার্কায় ভোট দেওয়ায় স্থানীয় বিএনপি-জামায়াত গবাদি পশুসহ আসবাবপত্র লুটপাটের পর তাকে ভিটেমাটি-ছাড়া করে। মোফাজ্জলের শূন্য ভিটায় পুকুর খনন করে মাছ চাষ করে। সেই পুকুরের মাছ চুরির অভিযোগে মোফাজ্জল ও তার পরিবারের বিরুদ্ধে মামলাও করা হয়। নিজ ভিটা থেকে উচ্ছেদের পর অন্যত্র আশ্রয় নেওয়া মোফাজ্জলের বসতঘরে আগুনও দেন বিএনপি-জামায়াতের লোকেরা। সে সময় মামলা করতে পারেননি তিনি। বিস্ময়ের ব্যাপার হলো, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পরও ওই সন্ত্রাসীদের মাধ্যমে মোফাজ্জল ও তার পরিবার পুলিশি হয়রানির শিকার হন। পুলিশের হাতে আটকও হয়েছিলেন তিনি। এ ছাড়া উচ্ছেদ হওয়া ভিটেমাটি আজও ফিরে পাননি।

২০০১ সালের সংসদ নির্বাচনের পর ১৩ নভেম্বর গফরগাঁওয়ে এ ধরনের অসংখ্য নির্যাতনের খবরে তৎকালীন বিরোধীদলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে এসেছিলেন। বসতঘর সরেজমিনে দেখে মোফাজ্জলের মা আম্বিয়া খাতুনকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, একদিন আপনাদের বাড়ি ফিরে পাবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত মোফাজ্জলের ভাই তাফাজ্জল হোসেনকে ৩০ হাজার টাকা অনুদান দেন। আম্বিয়া খাতুন বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এবার বিএনপি ক্ষমতায় এলে এলাকায় থাকা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

 

 

সর্বশেষ খবর