শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

নির্বাচনের ট্রেন মিস করেছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে। তাদের আর নির্বাচন নিয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। দশম জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত অবরোধবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচনের ট্রেন মিস করে অবরোধ-হরতালের নামে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে বিরোধী দল। ভিডিওবার্তার মাধ্যমে বিএনপি আন্দোলনের কর্মসূচির নামে যে নাশকতার কর্মসূচি দিচ্ছে তাতে করে দলটিকে এখন কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বিএনপি একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। যুদ্ধাবস্থায় মানুষের প্রাণহানি ঘটে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর এমন বক্তব্যের নিন্দা জানিয়ে হানিফ বলেন, তিনি (শমসের মবিন চৌধুরী) যুদ্ধাবস্থায় মানুষ হত্যার কথা বলেছেন। আমরা জানতে চাই বিএনপি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? বিএনপির পক্ষ থেকে শমসের মবিনের বক্তব্যের কোনো প্রতিবাদ করা হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান হানিফ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বক্তব্য এতে রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মহিউদ্দিন মহি, তাজউদ্দিন আহমেদ, গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

সর্বশেষ খবর