শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সাদেক হোসেন খোকা কারাগারে

রাজধানীর তেজগাঁও থানায় করা গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্তের প্রয়োজনে ১০ কার্য দিবসের মধ্যে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খোকাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি সাদেক হোসেন খোকার নির্দেশে ও উসকানিতে মামলার এজাহার নামীয়, অজ্ঞাত আসামিরা গত ২৬ অক্টোবর রাজধানীর তেজগাঁও এলাকার হালিম কমিউনিটি সেন্টারের গলির মুখে প্রধান রাস্তার ওপরে যাত্রী সেজে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এই আসামিদের পরিকল্পনায় ১৮ দলের জোট নেতারা নিরীহ মানুষকে হত্যা করছে। এ ছাড়া সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করে চলেছে। ১৮ দলীয় জোটের নেতারা পুরো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে।

এ ছাড়া আসামিরা সরকারি ও বেসরকারি গাড়িতে অগি্নসংযোগ ও পেট্রল বোমা ছুড়ে আহত ও নিহত করেছে।

সর্বশেষ খবর