শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
ভোটের খবর

স্বতন্ত্র প্রার্থী অজয় কর খোকনের অভিযোগ

স্বতন্ত্র প্রার্থী অজয় কর খোকনের অভিযোগ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনের মনোনয়নপত্র বাতিলে যথাযথ নিয়ম মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক ছাত্রনেতা খোকন অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের তথ্য যাচাইয়ে তদন্তকারী নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা যে ১০ জন ভোটারের বাড়িতে যাবেন এবং যাচাই-বাছাই করবেন তাদের নাম ও তালিকা প্রতিপক্ষ প্রার্থীর কাছে আগেই বলে দিয়েছেন। আমার প্রতিপক্ষ স্বাক্ষরকারী চারজন ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছেন। আর আরেকজন ভোটারের দীর্ঘদিন অনুপস্থিত দেখানো হয়েছে, এটা সঠিক নয়। স্বাক্ষর দিয়েই তিনি ঢাকায় কর্মস্থলে এসেছেন। তারা এখন এফিডেভিট দিয়ে তারা স্বশরীরে হাজির হয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন। তিনি দাবি করেন, কোনো কাজের তদন্ত গোপনে করার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা তা রক্ষা করেননি।

 

 

সর্বশেষ খবর