শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ছাত্রদল নেতা আশিক ও ঢাবি ছাত্র নিখোঁজ

গুমের আশঙ্কা পরিবারের

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক মফিজুর রহমান আশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র জিয়াউর রহমান শাহীন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তাদের গুম করতে পারে বলে পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও হয়েছে।

আশিকের ছোট ভাই হামিদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশিককে কল দেওয়া হলে তার ফোন অপরিচিত এক ব্যক্তি রিসিভ করে। এ সময় হৈচৈ শোনা যায় এবং কোনো কথা না বলেই ফোন কেটে দেওয়া হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। আশিকের নিখোঁজের ঘটনায় গত শনিবার বিকালে পল্লবী থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর-৫০৫। শাহীনের নিখোঁজের ঘটনায়ও মিরপুর থানায় পৃথক জিডি করেছে তার পরিবার। জিডি নম্বর-৬২৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র জানিয়েছেন, নিখোঁজের দিন বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক সিনিয়র ভাই মফিজুর রহমান আশিকের পল্লবীর বাসায় দেখা করতে যান মুহসীন হলের আবাসিক ছাত্র জিয়াউর রহমান শাহীন। এরপর আর তিনি ক্যাম্পাসে ফেরেননি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির আশিক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অবিলম্বে প্রশাসনকে আশিকের অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মেধাবী ছাত্রনেতা মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স পাস করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। আর জিয়াউর রহমান শাহীনের গ্রামের বাড়ি কঙ্বাজারে। নিখোঁজের পর আশিকের পল্লবীর বাসায় গিয়ে দেখা যায় তার রুম তালাবদ্ধ। তার ভাই তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং রুমে কোনো আলামত পাওয়া যায়নি। ভবনের এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার আসরের পর আশিক বাসা থেকে বের হন। এর পর তিনি আর ফেরেননি।

সর্বশেষ খবর