শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

রোবট এবার উড়বে সাঁতার কাটবে

সাম্প্র্রতিক সময়ে তৈরি হয়েছে অসংখ্য রোবট। আর তারই ধারাবাহিকতায় এবার তৈরি হলো জলেফিশি রোবট। এটি এমন এক রোবট যা আকাশে উড়তে পারবে, একই সঙ্গে পানিতে সাঁতারও কাটতে পারবে।

সম্পূর্ণ রোবটের ডিজাইন তৈরি করা হয়েছে জলেফিশিরে আদলে, এটির ওজন মাত্র ২ গ্রাম এবং এটি যখন বাতাসে উড়ে বা পানিতে সাঁতার কাটে এর আয়তন দাঁড়ায় ৪ ইঞ্চি মাত্র। এই রোবট আকাশে উড়ার সময় এতে সংযুক্ত ডানা ব্যবহার করে এবং এটি যখন পানিতে সাঁতার কাটে তখন এর ডানাসমূহ জলেফিশিরে মতোই ব্যবহার করবে, তখন একে ঠিক জলেফিশিরের মতোই লাগবে! রোবটটি তৈরি করেছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক লেইফ রিসট্রোফ এবং স্টিফেন চাইল্ডরেস। রোবটটি সাধারণত এর ডানাসমূহ গুটিয়ে রাখে কিন্তু যখন এটি আকাশে বা পানিতে সক্রিয় হয় তখন এর ডানাসমূহ মাঝে থাকা একটি ছোট মোটরের সাহায্যে সঞ্চালিত হয়। যদিও বর্তমানে এই রোবট স্বাধীনভাবে আকাশে বা পানিতে উড়তে পারে না, এর সক্রিয় হওয়ার শক্তি একটি তারের মাধ্যমে মোটরে প্রবাহিত করতে হয়। তবে ভবিষ্যতে একে আধুনিক রিমোট কন্ট্রোল সিস্টিমে পরিচালিত করার বিষয়ে উদ্ভাবকদের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর