শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

নিরাপত্তার অজুহাতে মাঠে যায়নি ওয়েস্ট ইন্ডিজ

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মাঠে যাননি বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূধর্্ব ১৯ দলের খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজ মাঠে যেতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব দলের নির্ধারিত দ্বিতীয় এক দিনের ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। দুই দলের সমঝোতার ভিত্তিতে একই মাঠে আজ ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

বিসিবি'র পরিচালক আকরাম খান বলেন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। তারা খেলতে রাজি হয়েছে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, নিরাপত্তার অভাব বোধ করে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে যাননি। তাই ওয়ানডে ম্যাচটি হয়নি। দুই দলের টিম ম্যানেজমেন্ট ম্যাচটির সূচি পুনর্নির্ধারণ করেন। আজ ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে। সফররত ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা নগরীর হোটেল আগ্রাবাদে অবস্থান করছেন। ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে হোটেলের অদূরে শনিবার রাতে এক ঘণ্টার ব্যবধানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান অবরোধ সমর্থনকারীরা। এতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফলে গতকাল মাঠে যেতে রাজি হননি খেলোয়াড়রা। সিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) বনজ কুমার মজুমদার বলেন, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সাত ম্যাচের সিরিজ শুরু হয়। প্রথম ম্যাচে বাংলাদেশি যুবরা ১০৪ রানের বিশাল ব্যবধানে হারান ওয়েস্ট ইন্ডিজকে।

 

সর্বশেষ খবর