শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

অবশেষে স্থায়ী অবকাঠামো পাচ্ছে র‌্যাব

অবশেষে স্থায়ী অবকাঠামো পাচ্ছে র‌্যাব

দীর্ঘ জটিলতার পর অবশেষে স্থায়ী ঠিকানা পাচ্ছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতিষ্ঠার প্রায় দশ বছরে এসে এবার সদর দফতর, র্যাব ট্রেনিং স্কুল এবং ঢাকার পাঁচটি ব্যাটালিয়নের জন্য জমি বরাদ্দ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা কমিশনের অনুমোদনের পর খুব শীঘ্রই র্যাব সদর দফতর ও ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি র‌্যাব সদর দফতরের জন্য রাজধানীর বিমানবন্দর এলাকার হাজী ক্যাম্পের পেছনে ৮.৫৬ একর জমি, গাজীপুর সদরে ট্রেনিং স্কুলের জন্য ১৯.৯৭ একর, র‌্যাব-২ ব্যাটালিয়নের জন্য মোহাম্মদপুর রায়েরবাজার বদ্ধভূমির পাশে ৬.১৩ একর জমি বরাদ্দ পাওয়া গেছে। র‌্যাব-৩, র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর জন্য সংশ্লিষ্ট এলাকার কয়েকটি স্থানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। র‌্যাব-১ এর জন্য পূর্বাচল এক নম্বর সেক্টরে সরকার দেড় বিঘা জমি বরাদ্দ দিয়েছে। তবে ওই জমিতে একটি সিপিসি তৈরির কথা ভাবছে র‌্যাব। জঙ্গি-সন্ত্রাস দমন, অস্ত্র-মাদক বিরোধী সফল অভিযানসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করে এলেও এখনো পর্যন্ত সিভিল এভিয়েশনের জায়গায় র্যাব সদর দফতর অবস্থিত। দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়সহ সরকারের কয়েকটি বিভাগের সঙ্গে দেন-দরবারের পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে নিজস্ব জায়গার ওপর র‌্যাবের সদর দফতরসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। ইতোমধ্যে র‌্যাবের পক্ষ থেকে সদর দফতর এবং গাজীপুরে র‌্যাব ট্রেনিং স্কুলের জন্য পৃথক প্রকল্প প্রস্তাবনা তৈরি করে সরকারের উচ্চপর্যায়ে পেশ করা হয়েছে। বর্তমানে ওই প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। যে কোনো সময় একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, গত ডিসেম্বরের শেষ সপ্তাহে র‌্যাব সদর দফতর, র‌্যাব ট্রেনিং স্কুল এবং ঢাকার পাঁচটি ব্যাটালিয়ন সদর দফতরের জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। র‌্যাবের সারা দেশের অন্য ব্যাটালিয়ন সদর দফতরের জমিও বরাদ্দ প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, দুই বছর আগে অবকাঠামো নির্মাণের জন্য সরকারের কাছ থেকে ৪৩১ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর রাজধানীর বাইরে সাতটি ব্যাটালিয়ন সদর দফতর শুরু হয়। গত ২৬ অক্টোবর খুলনায় র‌্যাব-৬ এর ব্যাটালিয়ন সদর দফতর উদ্বোধনের মাধ্যমে নিজস্ব জমিতে মোট পাঁচটি ব্যাটালিয়ন সদর দফতরের কাজ সমাপ্ত হয়। তবে র‌্যাব-৫ এবং র‌্যাব-৯ এর ভবন নির্মাণের কাজ এখনো চলছে। তবে এরই মধ্যে গত ১৮ ডিসেম্বর রংপুর ও ময়মনসিংহে আরও দুটি ব্যাটালিয়ন সৃষ্টির মাধ্যমে র‌্যাব তার বলয় আরও বাড়িয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, র‌্যাবের অত্যাধুনিক ফরেনসিক ল্যাব, প্রযুক্তিগত মনিটরিং সিস্টেমসহ অপরাধ ও অপরাধী শনাক্তের নানা উপকরণ-সরঞ্জাম রয়েছে। কিন্তু অবকাঠামোগত ব্যবস্থাপনার দুর্বলতায় এগুলোর যথাযথ ব্যবহার করা যায় না। পরিকল্পনা অনুসারে র্যাবের নিজস্ব স্থায়ী ভবন হলে এসব তদন্ত সহায়ক গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা র্যাবের অভিযানের কাজে খুবই সহায়ক হবে। পাশাপাশি ভাড়া ভবনের ঝামেলা থেকেও র্যাব মুক্ত হবে।

 

 

সর্বশেষ খবর