বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
জবি ছাত্রদের বিক্ষোভ

হাজী সেলিমের কাছ থেকে তিব্বত হল উদ্ধারের দাবি

বেদখল হল উদ্ধারের দাবিতে এবং হল দখলের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল দুপুর ১২টায় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাস থেকে হলের দাবিতে বিক্ষোভ মিছিলটি ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে ঘণ্টাব্যাপী রাস্তায় বসে গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় পুরো এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি, হাজী সেলিম অবৈধভাবে জবির তিব্বত হলসহ বেশকিছু জমি দখল করে রেখেছেন। তাকে উৎখাত করে হল উদ্ধার করতে হবে। বিক্ষোভ সমাবেশে জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, হাজী সেলিম বিশ্ববিদ্যালয়ের হল দখল করে জনপ্রতিনিধি সেজে আছেন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের জমি দখল করে এখন সম্পদের পাহাড় গড়েছেন। সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার নবম বছরেও আবাসন সমস্যা মেটাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১২টি হল থাকা সত্ত্বেও কতিপয় অবৈধ দখলদার ও সন্ত্রাসী সেগুলো দখল করে রেখেছেন।

বিক্ষোভ শেষে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে হল উদ্ধারের লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর