বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

ইউসুফের বিচার সমাপ্ত ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের বিচার

ইউসুফের বিচার সমাপ্ত ঘোষণা

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মরহুম এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। ইউসুফের মৃত্যুর চতুর্থ দিন গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার নিষ্পত্তি করে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়_ ইউসুফের বিরুদ্ধে মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ও বন্ধ ঘোষণা করা হলো, যিনি ৯ ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। একই সঙ্গে ইউসুফের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশের ময়নাতদন্তের রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, ইউসুফের মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ তার এই হঠাৎ মৃত্যুতে শুধু তিনিই ন্যায়বিচার থেকে বঞ্চিত হলেন না, বরং বিচারপ্রার্থী ও ভুক্তভোগীরাও বঞ্চিত হয়েছেন ন্যায়বিচার পাওয়া থেকে। তবে অভিযুক্তের মৃত্যুর পর তার বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত রাখা অনাবশ্যক। এর আগে সকালে ইউসুফকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার আবেদন করে প্রসিকিউশন। দুপুরের পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শুনানিতে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, ইউসুফকে দোষী সাব্যস্ত করে একটা রায় অথবা কমপক্ষে একটি পর্যবেক্ষণ থাকা উচিত। এটা মানবতা ও ইতিহাসের দাবি। কোনো রায় দেওয়া না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইউসুফের পক্ষে আইনজীবী আবদুস সোবহান তরফদার বলেন, আমাদের দেশের ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট কোনো আইন নেই যে আসামি মারা যাওয়ার পর তাকে দোষী সাব্যস্ত করা হবে কি না। ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন মাওলানা এ কে এম ইউসুফ। মানবতাবিরোধী অপরাধের ১৩ অভিযোগে ট্রাইব্যুনালে তার বিচার চলছিল। গতকাল তার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিল।

সাকা চৌধুরীর আপিলের সারসংক্ষেপ দেওয়ার নির্দেশ : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দণ্ডের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ২৬ ফেব্রুয়ারির মধ্যে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। আদেশের সময় সাকা চৌধুরীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৯ অক্টোবর আপিল করে আসামি পক্ষ। তবে সরকার পক্ষ আপিল করেনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর