বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ট্রাক কেড়ে নিল একই পরিবারের চারজনকে

সিলেটের দক্ষিণ সুরমায় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে একই পরিবারের চারজনের প্রাণ। গতকাল বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার পাঁচমাইল নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের হুমায়ূন কবীর আফাজ (৪৫), তার মা লালবানু (৬৫), স্ত্রী সালমা বেগম (৩৫) ও ছেলে রায়হান (১০)। দুর্ঘটনাস্থলেই হুমায়ূন কবীর এবং ওসমানী হাসপাতালে নেওয়ার পর রায়হান, লালবানু ও সালমা বেগম মারা যান। হুমায়ূন কবীর বন বিভাগে চাকরি করেন এবং রায়হান স্থানীয় কায়স্থ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। আহত সিএনজি অটোরিকশাচালক লায়েস আহমদও একই গ্রামের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বাসিত ছুবা জানান, সিএনজি অটোরিকশাটি সিলেটের দিকে আসছিল। পাঁচমাইল নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হুমায়ূন কবীর মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ওসমানী হাসপাতালে পাঠান। নিহত হুমায়ূন কবীর আফাজের শ্যালক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর চিকিৎসাধীন অবস্থায় লালবানু ও সালমা বেগম হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মো. মুরছালিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর