বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

হেঁটেই বিশ্বরেকর্ড করতে চান বাংলাদেশি রুমা

কাজ করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থায়। কাজের কারণেই বাসা থেকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ যাতায়াত করতে হয় তাকে। কিন্তু গাড়িতে নয়, এর সবটাই যেতে হয় পায়ে হেঁটে। এবার সেই পায়ে হেঁটেই 'গিনেস বুক অব ওয়ার্ল্ড' রেকর্ডে নিজের নামটি নথিভুক্ত করতে চলেছেন জান্নাতুল মাওয়া রুমা।ঢাকার তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজারের বাসিন্দা ৩৭ বছর বয়সী রুমার ইচ্ছা কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকা প্রেসক্লাব পর্যন্ত প্রায় ৪৫০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেবেন। আর সেই লক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪টা থেকে হাঁটা শুরু করেছেন তিনি। প্রথম দিন প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে রাতে বিশ্রাম নেন লেকটাউনের একটি গেস্ট হাউসে। বুধবার সকাল হতেই আবার শুরু তার পথচলা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে পথের মধ্যেই একটু বিশ্রাম নেওয়া, তারপর আবার যাত্রা শুরু। কলকাতার ধর্মতলা-লেনিন সরণি-মৌলালী-দমদম-যশোর রোড হয়ে ঢাকায় পেঁৗছাতে লাগবে ৯ দিন। কিন্তু জান্নাতুল মাওয়া রুমা জানান, তার ইচ্ছা আরও কম সময়ে গন্তব্যে পেঁৗছানো। রুমার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। রুমার দাবি, কলকাতা থেকে ঢাকা পুরো পথটি হেঁটে সফলভাবে অতিক্রম করতে পারলে তিনি হবেন প্রথম এশিয়ান মহিলা, যিনি এই কৃতিত্ব অর্জন করবেন। তবে তার লক্ষ্য বিশ্বরেকর্ড গড়া হলেও এই দীর্ঘ পথ হাঁটার পেছনে সমাজের প্রতি নতুন বার্তাও আছে রুমার। দেশের ট্রাফিক যানজটের প্রসঙ্গ টেনে রুমা বলেন, সে দেশে অনেকেই বিনা কারণে রিকশা, বাস কিংবা অন্যান্য যান ব্যবহার করেন; স্বাভাবিকভাবেই এতে অত্যধিক যানজটের সৃষ্টি হয়। কিন্তু পায়ে হেঁটে সেই পথ অতিক্রম করলে তাড়াতাড়ি গন্তব্যে পেঁৗছানোর পাশাপাশি যানজট মুক্ত করা যায়। এ ছাড়াও হাঁটা স্বাস্থ্যের প্রতি ভালো বলেও জানান রুমা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর