ধানমন্ডি খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করে মাঠের পশ্চিম পাশে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধের দাবি জানিয়েছেন মাঠ রক্ষা আন্দোলনের নেতারা। তা ছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। গতকাল ধানমন্ডি মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে তারা এ দাবি জানান।
স্থপতি মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে গ্রিন ভয়েসের সমন্বয়কারী আলমগীর কবিরের সঞ্চালনায় নাগরিক সমাবেশে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের খেলার মাঠগুলো একের পর এক দখলে চলে যাচ্ছে। এ আন্দোলন একটি প্রতীকী আন্দোলন। এর মাধ্যমে দেশের দখল হয়ে যাওয়া সব খেলার মাঠ উন্মুক্ত করে দিতে হবে। খেলার মাঠ না থাকলে আমাদের শিশুরা স্বাস্থ্যহীন ও মানসিক বিকাশহীন হয়ে পড়বে। স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রধানমন্ত্রী নিজেই জলাশয়, উন্মুক্ত স্থান ও খেলার মাঠ রক্ষার আহ্বান জানিয়েছেন। আমরা তার আহ্বানে সাড়া দিয়ে ধানমন্ডি মাঠ রক্ষার আন্দোলনে নেমেছি। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ মানেই বাকি মাঠটি দখল করা। এ মাঠ দখল করতে দেওয়া যাবে না। নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জালাল আহমেদ চৌধুরী ও সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু। নাগরিক সমাবেশ চলাকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি সংগঠন নানা ব্যানার-ফেস্টুন নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানায়। বেশ কয়েকটি ফেস্টুনে লেখা ছিল 'আমরা টোকাই, আমাদেরও মাঠ লাগে, টোকাইরা খেলতে চায়।'