শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

চট্টগ্রামে আগুনে পুড়ে দুজনসহ পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক চার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহরে নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাত পড়ে সরকারি কমার্স কলেজের বিবিএ স্নাতক সম্মানের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রাশেদের (২২) মৃত্যু হয়।

বন্দর থানার এসআই শামীম শেখ বলেন, রাশেদ চাচার নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি লোহার পাত তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, নগরীর বায়েজিদ থানার শীতল ঝরনা আবাসিক এলাকায় ভোরে মোজা তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে রনি (৩২) ও ইফতেখার (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর সকাল ৯টায় দুজনের মৃত্যু হয়। অন্যদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত দেড়টায় ভাটিয়ারীর এস এস পেপার মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে রাউজান সদর এলাকায় বাসের ধাক্কায় পরিমল চৌধুরী (৮১) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর