শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

জিরাফ পরিবারে \\\'গলায় গলায় ভাব\\\'

জিরাফ পরিবারে \\\'গলায় গলায় ভাব\\\'

অনেক দূর থেকেই তাদের চেনা যায়। কারণ এটি বিশ্বের সবচেয়ে উঁচু প্রাণী। বলা হচ্ছে জিরাফের কথা। ঢাকা জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণের নামও এই জিরাফ। চিড়িয়াখানায় জিরাফ পরিবারের সদস্য সংখ্যা এখন সাত। এদের মধ্যে দুটি নতুন, তিনটি পুরনো ও একটি সাত মাস বয়সী বাচ্চা। নতুন দুটি বছর দেড়েক আগে আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে। নতুন দুটিকে আনার পর কিন্তু পুরনোদের সঙ্গে রাখা হয়নি। পুরনো তিন জিরাফের শেডের পাশেই আরেকটি শেডে আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু আটকে রাখা যায়নি ওদের। পরস্পরের কাছে আসার জন্য তারা ছটফট করেছে দীর্ঘদিন। অবশেষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এক শেডের মধ্যে রাখার ব্যবস্থা করেন। এখন তাদের মাঝে দারুণ ভাব। একে অন্যের গলা পেঁচিয়ে পরস্পরকে আদর-সোহাগে ভরিয়ে দিচ্ছে। শেডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করছে। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা প্রাণভরে সেসব দৃশ্য উপভোগ করছে।

প্রাণী কেনার ঠিকাদারি প্রতিষ্ঠান ফেলকন ট্রেডার্সের মালিক সোহেল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই ভিআইপি অতিথি জিরাফকে কিনতে ব্যয় হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মাকসুদুল হাসান হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চিড়িয়াখানার ঘন সবুজ ঘাসে পাতা সিংহাসনে সাত জিরাফ সুস্থ আছে। স্বাভাবিক খাবার খেতে পছন্দ করেছে। গহিন জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আসা জিলাফগুলো বন্য হলেও হিংস নয়। দেখতে বেশ স্মার্ট, সুন্দর। ভিআইপি অতিথি জিরাফের খাদ্য তালিকায় রয়েছে পুষ্টিযুক্ত খাদ্য। দেশি খাবারের মধ্যে রয়েছে গমের ভুসি, সয়াবিন কেক, ভাঙা ছোলা, গাছের পাতা এবং সবুজ ঘাস।

 

সর্বশেষ খবর