শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

শাহবাজপুর গ্যাসক্ষেত্রে তৃতীয় কূপের খনন কাজ শুরু

ভোলা হবে বাংলাদেশের সবচেয়ে সম্পদশালী ও উন্নত জেলা। ভোলার শাহবাজপুর গ্যাস ব্যবহার করে ভোলাকে মনের মতো করে গড়ে তোলা হবে। গতকাল দুপুরে বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্রে তৃতীয় কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী এক জনসভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের সভাপতিত্বে বোরহানউদ্দিনের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলায়েভ, রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ও গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের উপদেষ্টা শেভচেঙ্কো এডওয়ার্ড স্টেপানোভিচ, বাপেক্স চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রউফ চৌধুরী, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাকীসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাকীর সাবির্ক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শাহবাজপুর গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ উদ্বোধনের পর একটি বৃক্ষ রোপণ করেন। এরপর ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ৩-ডি সাইসমিক সার্ভে স্টেশনের উদ্বোধন করেন।

 

সর্বশেষ খবর