শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

নওগাঁয় অলৌকিক আগুন!

নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে 'অলৌকিক' অগি্নকাণ্ডের ঘটনায় কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না অগি্নকাণ্ড। সবাই যেন নির্বাক। কীভাবে হচ্ছে, কে করছে, সবই ধরাছোঁয়ার বাইরে। গতকাল সকালে সরেজমিন গেলে দেখা যায়, ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ, পুত্র-কন্যা সবাই বাড়িঘর পাহারায় রয়েছেন। কখন কোথায় আগুন জ্বলে ওঠে তা নেভাতে সবাইকে সতর্ক থাকতে হচ্ছে। কয়েকটি পরিবারের বাড়িঘরে কোনো কাপড়-চোপড় নেই বললেই চলে। বিছানা,সোফাসেটসহ সব কাপড়ের আংশিক কিংবা অর্ধেক পুড়ে গেছে। যে কাপড়-চোপড় অক্ষত রয়েছে তা পুড়ে যাওয়ার ভয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। মহাদেবপুরের কালনা গ্রাম থেকে আইয়ুব হোসেন অগি্নকাণ্ড দেখার জন্য শ্বশুরবাড়িতে এসে শার্ট খুলে ঘরে রেখে বাইরে আসার সঙ্গে সঙ্গেই এটি আগুনে পুড়ে যায়। তিনি এখন খালি গায়ে শ্বশুরবাড়িতে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ও গতকাল দুপুর পর্যন্ত কমপক্ষে ৩০ বার বিভিন্ন স্থানে আগুন জ্বলে ওঠে। এ প্রতিবেদক উপস্থিত থাকতেই মুকুলের ঘরের আলনায় রাখা শিশুসন্তানের কাঁথায় আগুন জ্বলে ওঠে। তারা সবাই জানান, মাস তিনেক আগে থেকে এ সমস্যা দেখা দেয়। বিকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান ও থানার ওসি আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের সামনেও আগুন জ্বলে ওঠে বলে জানা গেছে।

সর্বশেষ খবর