শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, মুক্তিপণ দাবি

পিরোজপুরে হৃদি নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে হৃদি তাদের কলেজ রোডের বাসা থেকে বের হয়ে জনতা সিনেমা হল পোলের ওপর এলে অপহরণকারীরা তার মাথায় আঘাত করে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে তারা হৃদির মা চিনু আক্তারের মোবাইল ফোন নম্বরে তার ছেলেকে অপহরণের কথা জানায়। তারা ছেলেকে জীবিত পেতে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাত ৯টার দিকে অপহরণকারীদের দেওয়া তিনটি বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ১০ বারে ১ লাখ ৯৮ হাজার টাকা পাঠানো হয়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীদের সঙ্গে অপহৃত পরিবারের দেনদরবার চলছিল। তখন পর্যন্ত তারা হৃদিকে মুক্তি দেয়নি।
হৃদিদের বাসা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোডে। তার বাবা দুলাল একজন ঠিকাদার এবং মা সরকারি চাকরিজীবী। হৃদি পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। আজ তার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। চিনু আক্তার জানান, আজ হৃদির রেজাল্ট দেওয়ার কথা থাকায় বন্ধুদের সঙ্গে দেখা করতে গতকাল বিকালে বাসা থেকে বের হলে তাকে অপহরণ করা হয়।
পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, হৃদিকে উদ্ধারের চেষ্টা চলছে।
 

সর্বশেষ খবর