শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

মান্নান খানের জামিন বাতিল চেয়ে আপিল করবে দুদক

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের এসব কথা বলেন। গত বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুদক।

গতকাল দুদক সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাবেক পূর্ত প্রতিমন্ত্রীর জামিনের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা মহানগর হাকিম আদালত থেকে তিনি (মান্নান খান) জামিন নিয়েছেন। আমরা উচ্চ আদালতে তার জামিন বাতিলের জন্য আপিল করব। তিনি আরও বলেন, এ নিয়ে কমিশনের নিয়মিত বোর্ড সভায় আলোচনা হয়েছে। সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। সাবেক এই প্রতিমন্ত্রী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকার সম্পদ অর্জন করেছেন।

এসব অভিযোগে তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। এর দুই দিন পর গত রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্দসমর্পণ করে জামিনের আবেদন করেন আবদুল মান্নান খান। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় আগামী ১৩ অক্টোবর পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ খবর