বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
সাংবাদিকদের একাংশের বিক্ষোভ

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণেই নীতিমালা

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার জন্য নয়, বরং নিয়ন্ত্রণের জন্যই সব সময় নীতিমালা করা হয়েছে। বর্তমান সরকারও সম্প্রচার নীতিমালা তৈরি করেছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকার ইতিমধ্যে ভিন্নমতের কয়েকটি গণমাধ্যম বন্ধ করেছে। বর্তমানে বেশির ভাগ গণমাধ্যমই সরকারদলীয় লোকজনের। তা-ও সরকার সন্তুষ্ট নয়। তারা সব গণমাধ্যমকে দলীয় মুখপাত্র করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, সরকার জনবিচ্ছিন্ন বলেই শক্তি প্রয়োগের নীতি গ্রহণ করেছে। এ নীতিমালা তারই অংশ। নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সম্প্রচার নীতিমালার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। সরকার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের সম্পাদকীয় নীতিমালাও ঠিক করে দিতে চায়, যা গ্রহণযোগ্য নয়। বিএফইউজে একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, এটি নীতিমালা না 'ভীতিমালা'? আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্যই বরাবর আইন করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য নয়। ঐক্যবদ্ধভাবে এ নীতিমালা প্রতিরোধের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমদ, বিএফইউজে একাংশের মহাসচিব এম এ আজিজ, ডিইউজে একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্যসচিব জাহিদ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর