শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতীয় টিভি চ্যানেল বন্ধের আবেদন খারিজ

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলার সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। আদালতে কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। রিটের পক্ষে ছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল প্রচার হয় না। অথচ বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচারের ফলে এ দেশের যুবসমাজ আজ ধ্বংসের সম্মুখীন। সর্বশেষ ভারতের টিভি চ্যানেল স্টার জলসার 'বোঝে না সে বোঝে না' সিরিয়ালের 'পাখি' চরিত্রের পরা পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের জন্য প্রথমে সরকারকে লিগ্যাল নোটিস পাঠানো হয়। নোটিসের জবাবে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ৭ আগস্ট এ রিট করা হয়।

 

সর্বশেষ খবর