বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

মুজাহিদের আপিল কার্যতালিকায়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আবেদনটি এক নম্বর ক্রমিকে রয়েছে। গতকাল বিকালে আপিল বিভাগের এই কার্যতালিকা প্রকাশ করা হয়। আজ এ মামলায় আপিলের শুনানির দিন নির্ধারণ করা হতে পারে। আপিল বিভাগের এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। পাঁচ সদস্যের এই বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এই বেঞ্চেই জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এ মামলায় সাঈদীকে আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ড দেন। গত বছরের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। একই বছরের ১১ আগস্ট তিনি দণ্ডের বিরুদ্ধে আপিল করেন।

 

সর্বশেষ খবর