রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল

দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত আজ

দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে গতকালও টঙ্গীর তুরাগ তীরে আসেন মুসলি্লরা -বাংলাদেশ প্রতিদিন

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫০তম বিশ্ব ইজতেমার দুই পর্বের যত আয়োজন। গতকাল ঠাণ্ডা বাতাস, দফায় দফায় বৃষ্টি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচি উপেক্ষা করে লাখ লাখ মুসল্লির ঢল নামে তুরাগতীরের বিশ্ব ইজতেমা ময়দানে। রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদের তীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ আখেরি মোনাজাত দিল্লির জামে মসজিদের (মারকাজ) শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। মুনাজাত সকাল ১০টা থেকে দুপুরের আগে যে কোনো সময় শেষ হবে। গতকাল বিকাল পর্যন্ত ৩১টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে পৌঁছেছেন। আখেরি মুনাজাতে অংশ নিতে দেশের ৩৪ জেলার মুসল্লিরা ট্রেন, বাস, নৌকায় চড়ে ও হেঁটে ইজতেমায় যোগ দিয়েছেন। আখেরি মুনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশ এলাকার কল কারখানায় কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছে। গতকালের বৃষ্টিতে অনেকটা কমেছে ইজতেমা এলাকার ধুলাবালি। তবে কোথাও কোথাও বৃষ্টির পানি জমে যাওয়ায় কর্দমাক্ত হয়ে ওঠে ইজতেমা ময়দানের কিছু এলাকা। পরে কর্দমাক্ত জায়গায় বালু ফেলে চলাচলের উপযোগী করা হয়। আখেরি মুনাজাত উপলক্ষে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা। এমনটাই জানালেন গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে একই ধরনের নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আকাশে টহল দেবে র‌্যাবের হেলিকপ্টার। গতকাল ফজরের নামাজের জামাত আদায় শেষে মুসল্লিরা বয়ান, তসবি-তাহলিলে মশগুল থাকেন। ফজরের নামাজের পর হিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা শওকত হোসাইন। তরজমা করেন বাংলাদেশের নুরুর রহমান। শুক্রবার মধ্যরাতে ইজতেমা ময়দানে আগত আরও এক মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হলো। গতকাল সকাল ১০টায় মাদ্রাসা ছাত্রদের উদ্দেশে খাস বয়ান হয় ময়দানের টিনশেডে। গতকাল ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশার নামাজের আগ পর্যন্ত ইজতেমার শীর্ষ মুরুব্বিরা বয়ান করেন। তাবলিগের ছয় উসুল কালিমা, নামাজ, ইলম-জিকির, একরামুন মুসলিমিন, সহি নিয়ত ও তাবলিগ নিয়ে বিশ্ব ইজতেমার দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বিরা বয়ান করেন; যা সঙ্গে সঙ্গে বাংলা, মালয়, হিন্দি, আরবি, উর্দু, ফারসিসহ বিভিন্ন ভাষায় তরজমা করা হয়। আজ ময়দানের মূল মঞ্চ থেকে হেদায়েতি বয়ান অনুষ্ঠিত হবে। সকাল ১০টার পর একটানা বয়ান শুরু হবে এবং আখেরি মুনাজাতের আগমুহূর্ত পর্যন্ত বয়ান চলবে। মুনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোগড়া চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ ও বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কে গতকাল মধ্যরাত থেকে আজ বেলা ২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, অগ্রগতি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে উর্দু ও আরবি ভাষায় আখেরি মুনাজাত করা হবে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আখেরি মুনাজাতে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল ইজতেমা ময়দানের ওপর দিয়ে একটি হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। সমগ্র ইজতেমা ময়দান র‌্যাব ও পুলিশের নজরদারিতে রয়েছে। গতকাল বিকাল থেকে বিজিবি, আর্মড পুলিশ ও এপিবিএনের সদস্যরা মাঠের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। এ ছাড়া ৬০টি সিসিটিভি, ১৫টি ওয়াচ টাওয়ার, নদে স্পিডবোট, সাদা পোশাকে এবং একটি হেলিকপ্টার দিয়ে র‌্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন। র‌্যাব জানায়, তাদের প্রায় ১২ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে আখেরি মুনাজাতের আগে র‌্যাব সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হবে। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের বাস-ট্রাকগুলো রাখার জন্য উত্তরা জোনে আটটি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব বাস-ট্রাকের নিরাপত্তায় শতাধিক ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
বয়ান করেন যারা : গতকাল বাদ ফজর থেকে শুরু করে জোহর, আসর এবং এরপর পর্যায়ক্রমে যারা বয়ান করেন তারা হলেন- মাওলানা শওকত হোসাইন, মাওলানা নুরুর রহমান, বাদ জোহর বয়ান করেন মাওলানা খোরশেদ আলম, বাদ আসর মাওলানা মোহাম্মদ জহুর আহমদ, বাদ মাগরিব মাওলানা আহমদ লাট। এ ছাড়া আজ বাংলাদেশ, পাকিস্তান ও দিল্লি থেকে আসা বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বিরা আখেরি মুনাজাতের আগে হেদায়েতি বয়ান করবেন।
ফ্রি ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা : টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ জানান, এবারের বিশ্ব ইজতেমার উভয় পর্বে সমিতির পক্ষ থেকে প্রায় ৫০ হাজার মুসল্লিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ ছাড়া টঙ্গী থানা প্রেসক্লাব, হামদর্দ, ইবনে সিনা, টঙ্গী সরকারি হাসপাতাল, গাজীপুর সিটি করপোরশেনসহ ৪৫টি প্রতিষ্ঠান সেবা প্রদান করেছে।
অজ্ঞান পার্টির কবলে পাঁচ মুসল্লি : ইজতেমায় এসে অজ্ঞান পার্টির সদস্যদের কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন পাঁচ মুসল্লি। অজ্ঞান পার্টির সদস্যরা এদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও পান করিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া ইজতেমা ময়দান থেকে পুলিশ গত দুই দিনে ১০০ পকেটমার, চোর, হকার ও ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে গতকাল দুপুরে গাজীপুর আদালতে পাঠায়।
যৌতুকবিহীন গণবিয়ে : গতকাল বাদ আসর ইজতেমা ময়দানে ২৬ জোড়া যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে পরিচালনা করেন মাওলানা মো. জুহায়ের। এ উপলক্ষে তিন দিন ধরে বর ও কনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গণবিয়ের পর তাদের জন্য বিশেষ মঞ্চ থেকে দোয়া করা হয়। তবে এ বিয়ের অনুষ্ঠানে বর উপস্থিত থাকলেও কনে উপস্থিত ছিলেন না।
চর মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা : এবারের ইজতেমায় চারটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) টঙ্গী এলাকায় অভিযান চালিয়েছেন। চারজন ম্যাজিস্ট্রেট এতে অংশ নেন। অভিযান চলাকালে তারা গতকাল বিকাল পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন বিভিন্ন দোকান ও খাবার হোটেল থেকে।
বিশেষ বাস ও ট্রেন সার্ভিস : আখেরি মুনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াতব্যবস্থা নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল থেকে টঙ্গীমুখী স্পেশাল ১৪টিসহ মোট ২২ জোড়া ট্রেন চালু রেখেছে। এ ছাড়া সব ধরনের ট্রেন ও আন্তনগর সার্ভিস টঙ্গী রেল স্টেশনে থামবে।

সর্বশেষ খবর