রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

চলে গেলেন কিংবদন্তি গীতিকবি গোবিন্দ হালদার

চলে গেলেন কিংবদন্তি গীতিকবি গোবিন্দ হালদার

‘মোরা একটি ফুলকে.../ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে.../ এক সাগর রক্তের...এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা গীতিকবি গোবিন্দ হালদার আর নেই। গতকাল সকালে তিনি কলকাতার স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দৃষ্টিশক্তি ও বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি কিডনিসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। কলকাতার মানিকতলায় অবস্থিত জিতেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ২৭ ডিসেম্বর হাসপাতাল থেকে তিনি নিজ বাড়িতে ফিরেছিলেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী পারুল হালদার ও মেয়ে গোপা দত্তকে রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের সময় তার গান মুক্তিযোদ্ধা ও অবরুদ্ধ দেশবাসীকে মুক্তির প্রেরণা যুগিয়েছিল। অসুস্থ এই গীতিকবির হাসপাতালে ভর্তির খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

 

সর্বশেষ খবর