রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
পজেটিভ বাংলাদেশ

গুগলে জাবি ছাত্র

গুগলে জাবি ছাত্র

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’-এর হেডকোয়ার্টারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য মজুমদার। পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের সন্তান অনিন্দ্য মজুমদার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
জানা যায়, এ বছরের অক্টোবর মাসে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মাউনটেইনভিউয়ে অবস্থিত গুগলের হেডকোয়ার্টারে যোগদান করবেন তিনি। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনিন্দ্য মজুমদারের এমন চাকরি লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এ সময় উপাচার্য বলেন, অনিন্দ্যর এ গৌরবময় চাকরি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পেয়েছে। উপাচার্য  দেশে-বিদেশে বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামিংয়ে অনিন্দ্য মজুমদারের সাফল্য স্মরণ করেন এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেন।

 

সর্বশেষ খবর