শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজনৈতিক সমাধান চান ৯৯ ভাগ মানুষ

সৈয়দ নাসিম মনজুর

রাজনৈতিক সমাধান চান ৯৯ ভাগ মানুষ

চলমান সংকট, সংঘাত ও সহিংসতা বন্ধে দেশের ৯৯ ভাগ মানুষ রাজনৈতিক সমাধান চান বলে মনে করেন ব্যবসায়ীদের সবচেয়ে প্রাচীন সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সৈয়দ নাসিম মনজুর। তার মতে, চলতি জানুয়ারি মাসের শুরু থেকেই যে ধ্বংসাত্মক রাজনীতি আমরা দেখছি, তা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থায় দেশের অধিকাংশ মানুষ শান্তি চায় বলে মন্তব্য করেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এই ব্যবসায়ী নেতা আরও বলেন, দেশে হরতাল-অবরোধে যে পরিস্থিতি চলছে, তা কারও কাম্য নয়। ব্যবসায়ীরা ২০১৩ সালে রাজনৈতিক সংঘাত-সহিংসতার ক্ষতি কেবল কাটিয়ে উঠছিল। গেল নভেম্বর মাসেও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ছিল না। কেবল গত ডিসেম্বর মাসেই রপ্তানি খাত ইতিবাচক ধারায় ফিরে এসেছে। এই অবস্থায় জানুয়ারিতে যে হরতাল-অবরোধ শুরু হয়েছে, তা কেউ মেনে নিতে পারছেন না। সৈয়দ নাসিম মনজুর বলেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানই লাগবে। তবে এই রাজনৈতিক সমাধান জোর করে হবে না। এই সমস্যা সমাধানের উপায় রাজনৈতিক দলগুলোর মাঝে আলাপ-আলোচনা। রাজনীতিবিদদের দিকে মানুষ তাকিয়ে আছেন। কেননা রাজনীতিবিদরা রাজনীতি করেন ক্ষমতা দখলের জন্য। কিন্তু আমার গায়ে বোমা পড়বে না, এটা গণতান্ত্রিক অধিকার। এই অধিকার সবার চাই। এমসিসিআই সভাপতি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব সরকারের। কেননা ৯৯ ভাগ মানুষই শান্তি চায়। বিশ্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ইউরোপ ডিসেম্বর মাসে পণ্য মূল্য কমিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও শক্তিশালী অবস্থানে নেই। জাপানে মন্দা বিরাজ করছে। মন্দার কারণে পুরো বিশ্বেরই প্রবৃদ্ধি কমার পথে এগোচ্ছে।

 

 

সর্বশেষ খবর