শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সাগরে ট্রলার ডুবি

আটজনের লাশ উদ্ধার, মামলা

বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে খুদিয়ার টেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের পৃথক অভিযানে গতকাল বেলা ১২টায় দুর্ঘটনাস্থলের কাছাকাছি পয়েন্ট থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অংসাই থোয়াই জানান, উদ্ধারকৃত লাশগুলো নৌবাহিনী ও কোস্টগার্ডের কাছে রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এদিকে, ট্রলারডুবির ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে পুলিশ। গতকাল সকালে কুতুবদিয়া থানা পুলিশ এ মামলা করে। এতে ৬ জনের নাম উল্লেখ করা হলেও বাকি ৫ জনকে অজ্ঞাত বলা হয়েছে।  মামলায় উদ্ধার হওয়া ৪৩ জনের মধ্যে ৬ জনকে দালাল চিহ্নিত করে আটক দেখানো হয়েছে। এর আগে ডুবে যাওয়া ট্রলারটি বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের অভিযোগ, ট্রলারে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। কুতুবদিয়ার কাছে বুধবার মধ্যরাতে ৭০-৮০ জন যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ডুবে যায় এফ ভি ইদ্রিস নামের ট্রলারটি। এখনো কমপক্ষে ৩০ যাত্রী নিখোঁজ রয়েছে।

সর্বশেষ খবর