শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা
এফবিসিসিআই নির্বাচন

আলু-ডিম-কাপড় বিক্রেতারা হতে চান ব্যবসায়ী নেতা

আলু-ডিম-কাপড় বিক্রেতারা হতে চান ব্যবসায়ী নেতা

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৫-১৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে ভুঁইফোড় ব্যবসায়ীর প্রাধান্য দেখা যাচ্ছে। সফল ব্যবসায়ী-শিল্পপতিদের টপকে আলু সমিতি, ডিম সমিতি, ভুট্টা সমিতি, পুরাতন কাপড় সমিতি, বিড়ি পরিবেশক সমিতি, কোল্ড স্টোরেজ সমিতিসহ ছোট ছোট চেম্বার বা ব্যবসায়ী সংগঠনের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা এফবিসিসিআইর পরিচালক বনতে মরিয়া। তবে এ নিয়ে সফল ও নেতৃস্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ হলো- এফবিসিসিআইতে ভোটের রাজনীতিতে ভালো ব্যবসায়ীদের অবস্থান দুর্বল। এখানে কোটি কোটি টাকায় ভোট কেনাবেচা হওয়ায় ব্যবসায় সফল ও শিক্ষিত ব্যবসায়ীরা নির্বাচন করতে আসেন না। যার ফলে আলু-পটোলের ব্যবসায়ীরাই এফবিসিসিআইতে নেতা হতে চাচ্ছেন। এবারের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা গেছে, পরিচালক পদে প্রার্থী হয়েছেন-আলু সমিতি, ডিম সমিতি, পুরাতন কাপড় সমিতি, বিড়ি পরিবেশক সমিতি, হিমাগার সমিতি, বিউটি পার্লার অ্যাসোসিয়েশন, এসিড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, টিনপ্লেট আমদানিকারক সমিতি, ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতিসহ বিভিন্ন সমিতি ও চেম্বার নেতারা। জানা গেছে, এফবিসিসিআইর পরিচালক হলেই মেলে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড। এক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে তারা দেশের অর্থনীতিতে কী গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সেটি মুখ্য বিষয় থাকে না। কেননা, এফবিসিসিআই পরিচালকরা সিআইপি মর্যাদা পাবেন। অথচ এই সিআইপি মর্যাদা পান দেশের অর্থনীতি-শিল্প-বাণিজ্য বা রপ্তানি বাণিজ্যে ভালো অবদান রাখেন এমন ব্যবসায়ীরা। এর বাইরে এফবিসিসিআই পরিচালকরা সচিবালয়ের প্রবেশপত্র পান। এই প্রবেশপত্র দিয়ে সংগঠনটির নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দফতরে অনেক ব্যবসায়ী নেতা তদবির করেন বলেও জানা গেছে। আছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এফবিসিসিআইর তদবিরে পরিচালক হওয়ার সুযোগ। এর বাইরে এফবিসিসিআইর পরিচালক হলে হওয়া যায় প্রধানমন্ত্রী বা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিদেশ সফরসঙ্গী। সহজেই মেলে পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ইউরোপ ও আমেরিকার যে কোনো দেশে ভ্রমণের ভিসা। তার চেয়েও লোভনীয় প্রতি বছর বাজেটে বিভিন্ন খাতে সরকারের কাছ থেকে প্রভাব খাটিয়ে সুবিধা আদায়। তথ্যমতে, এফবিসিসিআইর এবারের নির্বাচনে ৩২টি পরিচালক পদের জন্য ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের প্রতিনিধি হিসেবে ১০ জন করে মোট ২০ জন মনোনীত পরিচালক প্রার্থীও রয়েছেন। সব মিলিয়ে এবার চেম্বার গ্রুপ থেকে ৪৪ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১১ মে প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ২৩ মে পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ পরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত পরিচালকরা তাদের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। এই নির্বাচনে সভাপতি পদের দুই প্রার্থী নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ ও ইন্ট্রাকো গ্রুপের ভাইস চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলী পৃথক প্যানেলে লড়ছেন।

সর্বশেষ খবর