শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা
শিশু তন্ময় হত্যা

ভাড়াটিয়া যুবকের মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরে মুক্তিপণের দাবিতে সাত বছরের শিশু সিফাত আলী তন্ময়কে অপহরণ করে হত্যার দায়ে আসামি জহিরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর স্বপন সাংবাদিকদের জানান, রায় ঘোষণার আগে আসামি জহিরুল ইসলামকে কারগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শুনে আসামি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। এরপর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ মার্চ মিরপুরের দারুসসালাম সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে খেলার সময় অপহৃত হয় তন্ময়। তার বাবা হযরত আলী ওইদিনই মিরপুর থানায় অপহরণ মামলা করেন। এরই মধ্যে এক ব্যক্তি মোবাইল ফোনে তন্ময়ের মায়ের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে টেলিফোন কলের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ পরদিন তন্ময়দের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া জহিরুলকে গ্রেফতার করে। জহিরুল পুলিশের কাছে স্বীকার করেন, টাকা না পেয়ে তিনি তন্ময়কে শ্বাসরোধে হত্যা করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকেই কাপড়ের ব্যাগের ভিতর তন্ময়ের লাশ পাওয়া যায়।

 

সর্বশেষ খবর