শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

ঐশীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সিআইডির কায়ছার রহমান ও সহকারী অধ্যক্ষ তানভীর সুলতানা। হত্যার আগে বাবা-মাকে অচেতন করার জন্য ঘুমের ওষুধ মিশিয়ে তাদের যে কফি খাইয়েছিলেন ঐশীর সেই কফির রাসায়নিক পরীক্ষা করেছেন কায়ছার রহমান। গতকাল ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক এ বি এম সাদেকুর রহমান। মামলায় এ নিয়ে মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। এ মামলার অন্য আসামিরা হলেন- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনি। মামলার আরেক আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি নাবালক হওয়ায় তার বিচার অন্য আদালতে স্থানান্তর করা হয়েছে। তবে  খাদিজা আক্তার সুমি ও রনি জামিনে রয়েছেন। ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর আবুল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীসহ চারজনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এতে বলা হয়, অবাধ স্বাধীনতার সুযোগে ঐশী বাইরের পরিবেশে মোহগ্রস্ত হয়ে নিজ পরিবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

 

সর্বশেষ খবর