শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

বিশ্বব্যাংকে ফোন করাননি ড. ইউনূস

ইউনূস সেন্টারের দাবি

পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে ফোন করাননি বলে দাবি করেছে তার অফিস ইউনূস সেন্টার। এমনকি প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন, তা বিশ্বাস করতেও পারছে না ইউনূস সেন্টার। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে প্রকাশিত ওই সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে মনে করছে ইউনূস সেন্টার।
৫ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে ড. ইউনূস তখনকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে ফোন করিয়েছিলেন। আসলে পদ্মা সেতুতে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি।’ প্রধানমন্ত্রীর ওই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করে। পরদিন বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর অভিযোগের বিষয়ে ড. ইউনূসের ব্যাখ্যা দেওয়া উচিত। এর পরদিন গতকাল অভিযোগ সত্য নয় বলে বিবৃতি দিল ইউনূস সেন্টার।
 

সর্বশেষ খবর