সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

দিল্লিতে বিএসএফ-বিজিবি বৈঠক আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু প্রতীক্ষিত ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক। সকাল ১০টায় দিল্লির বিএসএফ সদর দফতর সিজিও কমপ্লেক্সে এ বৈঠক বসবে। চলবে ৬ আগস্ট পর্যন্ত।
চার দিনব্যাপী এ বৈঠকে বাংলাদেশ থেকে ২২ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ। অন্যদিকে ২৪ জনের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ-এর ডিজি দেবেন্দ্র পাঠক। এ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকারের জরিপ বিভাগ, তদন্তকারী সংস্থা এনআইএসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। বৈঠক শেষে ৬ আগস্ট দুই বাহিনী যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। বিএসএফ সূত্র জানিয়েছে, এ বৈঠকে গরু পাচার, জাল রুপি পাচার, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যকলাপ, অবৈধ অনুপ্রবেশ, সর্বোপরি দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের প্রতিনিধি দলটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র সচিব এলসি গয়ালের সঙ্গেও সাক্ষাৎ করবে।
এছাড়া দুই বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ৫ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে বিকাল চারটা থেকে বিএসএফ-বিজিবির মধ্যে প্রীতি হ্যান্ডবল খেলারও আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর