বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিমানে যান্ত্রিক ত্রুটি, রিয়াদে ৫ ঘণ্টা আটকে থাকলেন যাত্রীরা

প্রতিদিন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি আরবের রিয়াদে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিডিনিউজ।

বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ‘কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিজি-০৪০ রিয়াদ থেকে মঙ্গলবার সন্ধ্যার নির্ধারিত সময়ে আসতে পারেনি। ত্রুটি সারিয়ে বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি ঢাকা পৌঁছায়।’

বিমানের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিকবিমানবন্দর থেকে ওই ফ্লাইটের ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। ‘উড্ডয়নের কয়েক মিনিট আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর যাত্রীদের বিমানের ভেতরে বসিয়ে রেখে যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করা হলেও তাতে কাজ না হওয়ায় এক পর‌্যায়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।’ পরে ত্রুটি সারিয়ে স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে ওই ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বলে জানান এই কর্মকর্তা।            

 

সর্বশেষ খবর