বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
শিশু রাজন হত্যা

১১ সাক্ষীর জেরা  শেষ, রবিবার যুক্তিতর্ক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার ১১ সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত আসামি পক্ষের আইনজীবীরা ১১ সাক্ষীকে জেরা করেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতে এই জেরা সম্পন্ন হয়। জেরা শেষে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আগামী রবিবার যুক্তিতর্ক উপস্থাপন, আসামি যাচাই-বাছাই ও সাফাই সাক্ষীর তারিখ ধার্য করেন। রাজনের বাবার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শওকত চৌধুরী জানান, গতকাল আদালতে জালালাবাদ থানার এসআই (বরখাস্তকৃত) আমিনুল ইসলাম, রাজনের বাবা আজিজুর রহমান, মা লুবনা বেগম, আল আমিন, ইশতিয়াক আহমদ চৌধুরী, বেলাল আহমদ, কোরবান আলী, আফতাব মিয়া, বিচারক সাহেদুল করিম, বিচারক আনোয়ারুল হক ও জালালাবাদ থানার ওসি আখতার হোসেনকে জেরা করা হয়েছে। গত ১৫ অক্টোবর রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ওইদিন বিকেলে সৌদি থেকে প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফেরানোর পর গত রবিবার তাকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়। কামরুলের আইনজীবী কামরুলের উপস্থিতিতে পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন জানান আদালতে। বিচারক আকবর হোসেন মৃধা তার আবেদন নামঞ্জুর করেন। পরে মঙ্গলবার কামরুলের আইনজীবী ফের আদালতে ১৫ সাক্ষীকে জেরা করার আবেদন জানান। বিচারক ১১ সাক্ষীকে জেরার অনুমতি দেন। প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির‌্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। পরে ঘাতকরা নির‌্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করলে সারা দেশে ক্ষোভের সঞ্চার হয়।

সর্বশেষ খবর