বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পিনটেলের গম খাওয়ার অনুপযোগী, জানাল খাদ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

এমভি পিনটেল জাহাজে ফ্রান্স থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী নয়। বিষয়টি তদন্ত শেষে গতকাল গম আমদানিকারক প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানিয়েছে খাদ্য অধিদফতর। একই সঙ্গে জানানো হয়েছে, জাহাজে থাকা বাকি ২১ হাজার টন গম মংলায় খালাস করবে না অধিদফতর। কিন্তু এর আগে কোনো পরীক্ষা ছাড়াই এ জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ টন গম চট্টগ্রামে খালাস করা হয়েছিল।

পাঁচ-ছয় মাস আগে সাইপ্রাসের পতাকাবাহী  জাহাজ এমভি পিনটেল ফ্রান্স থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে বাংলাদেশে আসে। পিনটেলের স্থানীয় এজেন্ট লিডমন্ড শিপিং এজেন্টের পরিচালক আক্তার হোসেন জানান, গমবোঝাই জাহাজটি পাঁচ-ছয় মাস আগে বাংলাদেশে প্রবেশ করে। ১৩ অক্টোবর মংলা বন্দরে আমদানি করা গম খালাস তদারকি কমিটির আটজন সদস্য পরীক্ষা এবং নমুনা সংগ্রহ করেন। এ কমিটি আমদানি করা গম নিম্নমানের ও পচা বলে অভিমত দিলেও ঊর্ধ্বতন মহলের নির্দেশে গমের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৮ অক্টোবর তদারকি কমিটির আহ্বায়ক ও খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম জানান, এসব গম মানবদেহের জন্য উপযোগী নয়। তবে পশু বা মাছের খাদ্যের জন্য অন্যরা এ গম নিতে পারে। কমিটির সদস্য একরামুল হক গতকাল বিকালে জানান, ঢাকায় নমুনা পরীক্ষার পরও তাদের সিদ্ধান্ত বহাল আছে। খাদ্য অধিদফতর সিদ্ধান্ত নিয়েছে, এ গম খালাস করা হবে না।

সর্বশেষ খবর