শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
বুদাপেস্ট প্রসেসের ইমেইল

ঢাকা এখন ঝুঁকিপূর্ণ শহর

প্রতিদিন ডেস্ক

ঢাকা এখন সর্বোচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ বা হাইরিস্ক সিটি। মাইগ্রেশন পলিসি উন্নয়নকারী আন্তর্জাতিক সংস্থা বুদাপেস্ট প্রসেস এক ইমেইল বার্তায় এভাবেই ঢাকাকে চিহ্নিত করেছে। ১২ অক্টোবর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পাঠানো ওই ইমেইল বার্তায় সংস্থাটি বলছে, সম্প্রতি ঢাকায় দুজন বিদেশি হত্যার বিষয়টি স্পর্শকাতর ইস্যু। এ কারণে সম্মেলনের নিরাপত্তার বিষয়ে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের মতামত জানা প্রয়োজন। এদিকে ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। ২০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ডিও লেটারটি পাঠানো হয়। ইআরডি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সভাটি খুবই গুরুত্বপূর্ণ। এ সভায় পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থা থেকে প্রতিনিধিরা অংশ নেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন দূতাবাসের জারি করা অ্যালার্টের কারণে বাংলাদেশে আসতে তারা ভয় পাচ্ছেন। বিষয়টি জানিয়ে ইআরডিকে মেইলও করেছেন তারা। এর বিপরীতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামÑবিডিএফের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সভাটি উদ্বোধন করবেন।

 সভায় উন্নয়ন সহযোগী দেশের মন্ত্রী, উন্নয়ন সহযোগী সংস্থার সদর দফতরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস/মিশনের প্রধান ও অন্যান্য কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রাইভেট সেক্টর ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর