মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টাঙ্গাইল-৪ উপনির্বাচন তিন মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুল আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে, টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের সব কার্যক্রম ওই সময় পর্যন্ত স্থগিত থাকবে। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য নির্বাচন কমিশনের আবেদন নিষ্পত্তি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচনের দিন ধার্য ছিল। তবে ২৭ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত উপ-নির্বাচন স্থগিত করেন। একই সঙ্গে এ নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসির আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে ২ নভেম্বর শুনানির দিন ধার্য করে দেন। সে অনুযায়ী গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে ইসির পক্ষে পারসোনাল ক্যাপাসিটিতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। একটি রিটের শুনানি নিয়ে ২১ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট।

 এ ছাড়া কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহিভর্‚ত বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ১৩ অক্টোবর ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ওই আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কাদের সিদ্দিকী রিট করেন। হজ ও মহানবী (সা.)-এর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জের ধরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।

সর্বশেষ খবর