বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চার দিনের সফরে নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চার দিনের রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডস গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গতকাল সকাল সোয়া ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজসহ তিন বাহিনী প্রধানরা। আগামী শুক্রবার রাতে তিনি দেশে ফিরবেন। বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী আবুধাবিতে যাত্রা বিরতি করেন। সেখানে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান তাকে স্বাগত জানান। আবুধাবিতে পাঁচ ঘণ্টার যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আমস্টার্ডামের পথে যাত্রা করেন শেখ হাসিনা। স্থানীয় সময় রাতে আমস্টার্ডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে দ্য হেগের গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস-এ অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের জানুয়ারিতে ফের সরকার গঠনের পর ইউরোপে এটিই শেখ হাসিনার প্রথম সফর। সরকারপ্রধানের ওই সফরে মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাকশিল্প, কৃষি ও শিক্ষা, দ্বি-দ্বীপ ব্যবস্থাপনাসহ পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারের বিষয় গুরুত্ব পাবে। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ৪টি সহযোগিতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

সফর চলাকালে আজ ‘ক্যাটশুইজে’ ডাচ প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের পর দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হবে। পরে শেখ হাসিনা তার সম্মানে মার্ক রুট আয়োজিত এক নৈশভোজ সভায় যোগ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে তার রাজপ্রাসাদে সাক্ষাৎ করবেন।

সর্বশেষ খবর