বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
রাষ্ট্রদূত পদে ব্যাপক রদবদল

জাতিসংঘে নিয়োগ পেলেন মাসুদ মোমেন

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘে নিয়োগ পেলেন মাসুদ মোমেন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক ও বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি ড. এ কে আবদুল মোমেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাপানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাবাব ফাতেমা। তিনি এতদিন প্রেষণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাÑআইওএমে নিয়োজিত ছিলেন। এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, কানাডায় হাইকমিশনার পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। কানাডার বর্তমান হাইকমিশনার কামরুল আহসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেনকে মরক্কোর রাষ্ট্রদূত এবং মরক্কোয় কর্মরত রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইথিওপিয়া দূতাবাসে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) প্রিয়তোষ সাহাকে লস অ্যাঞ্জেলেসে কনসাল জেনারেল পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সিকদার বদিরুজ্জামানকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসাল জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মাসুদ বিন মোমেনের নিয়োগের তথ্য গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, মাসুদ বিন মোমেন ১৯৮৫ সালে বিসিএস ক্যাডারে যোগ দেন। পরে তিনি জাপানের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন ছাড়াও ইতালির রাষ্ট্রদূত, সার্ক সচিবালয়ের পরিচালক এবং বিভিন্ন মিশন ও সদর দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন দীর্ঘ ছয় বছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন শেষে দেশে ফিরছেন। তার মেয়াদ শেষ হয়েছে ২৩ অক্টোবর। তার স্থলে এবার নিয়োগ পাচ্ছেন একজন পেশাদার কূটনীতিক। একজন পেশাদার কূটনীতিক জাতিসংঘের মতো স্থানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় মনে করেই এ পরিবর্তন করা হয়েছে। আবদুল মোমেন দায়িত্ব পাওয়ার আগে থেকেই দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও এবার তিনি ঢাকায় ফিরে আসছেন। গুঞ্জন আছে, ড. মোমেনকে নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

 

সর্বশেষ খবর